আজ থেকে চিনে খুলে দেওয়া হল সিনেমা হল

 

‘করোনা ভাইরাসের প্রভাবে ৬ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হচ্ছে চীনের সিনেমা হলগুলো। তবে প্রথম ধাপে কম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে সিনেমা হলের দরজা খুলে দেয়া হবে। দেশটির অধিকাংশ এলাকাই এখন অনেকটা ঝুকিমুক্ত হিসেবে বিবেচিত।,

সূত্র: জিনহুয়া

‘জানুয়ারি থেকে করোনা প্রভাবে হল বন্ধ থাকায় সিনেমা ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন হল চালু করা হলেও মোট ধারণ ক্ষমতার ৩০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে হলগুলোতে। তাছাড়া প্রদর্শনীর সংখ্যা অর্ধেক রাখার নির্দেশনা রয়েছে। দর্শকদের তাপমাত্র মাপা হবে এবং সবাইকে সব সময় মাস্ক পড়ে থাকতে হবে। অনলাইনে টিকিট টাকার সুযোগ থাকরেও অনেক হলেও কোন ধারণের খাবার বা পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।