ইরানে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

‘ইরানে গত ২৪ ঘণ্টায় ২২৯ জন নভেল করোনাভাইরাসে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ইরানে করোনাভাইরাসে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

সূত্র : বিবিসি

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট ১৪ হাজার ৬৩৪ জন মারা গেছে। আর মোট সংক্রমণের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৮২৭ জন।

গত এপ্রিলের মাঝামাঝি থেকে ইরানে লকডাউন শিথিল করার পর নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। অর্থনীতিকে চাঙ্গা করতে ইরান লকডাউন শিথিল করতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান এমনিতেই বেশ চাপে আছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ মাসের শুরুতে বলেছিলেন, ইরানের পক্ষে আবারও পুরো অর্থনীতি অচল করে লকডাউন করা সম্ভব নয়। তিনি ইরানিদের ফেস মাস্ক পরা এবং বড় বড় সমাবেশে যোগ দেওয়া পরিহারের আহ্বান জানিয়েছিলেন।,