উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন কুয়েতের আমির

‘কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন থেকেই তিনি অসুস্থ অবস্থায় নিজ দেশে চিকিৎসাধীন ছিলেন।মিরের অনুপস্থিতিতে কুয়েতের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন তার ভাই যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ।

সূত্র : কেইউএনএ 

বৃহস্পতিবার আমিরের দপ্তরের বরাত কুয়েত সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেইউএনএ জানিয়েছে: চিকিৎসার জন্য আমির শেখ সাবাহ আজ ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন।

হঠাৎ অসুস্থ হয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল-সাবাহ। সেখানে তার একটি অস্ত্রোপচার হয়। কিন্তু কী অসুস্থতায় অস্ত্রোপচার করা হয়েছে তা প্রকাশ করেনি কুয়েত সরকার।

এর আগে এক বিবৃতিতে জানানো হয়েছিল: আমিরের মেডিকেল দলের পরামর্শের ভিত্তিতে তার শরীরে সফল একটি অস্ত্রোপচার হয়েছে। শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।,