বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এগোচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে!

‘এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ পর্যায়ে উঠে আসে। হনুলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে আসতে আসতে আগামী দুদিন স্থিতিশীল অবস্থায় থাকতে পারে।

সূত্র : সিএনএন 

পূর্বাভাসে বলা হচ্ছে, এটি যখন আজ শনিবার সন্ধ্যায় অথবা আগামীকাল রোববার সকালে দ্বীপপুঞ্জে পৌঁছাবে, তখন এটি ক্যাটাগরি-১-এর হারিকেন অথবা শক্তিশালী ঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। এ ছাড়া প্রবল বাতাস, ভয়ংকর ঢেউ, ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ডগলাস এখন ক্যাটাগরি-৩ পর্যায়ে আছে। এটি এখন ঘণ্টায় ১১৫ মাইল বেগে কেন্দ্র থেকে ২৫ মাইল বিস্তৃত হয়ে অবস্থান করছে।

বর্তমানে ঘূর্ণিঝড় ডগলাস হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। সেটি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। আঘাত হানার সময় এর গতি কমে ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আছড়ে পড়তে পারে।,