সৌরভ গাঙ্গুলীর করোনা পরীক্ষা ফল নেগেটিভ

`সম্প্রতি সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর পরিবারে করোনা হানা দেয়। আক্রান্ত হন তাঁর বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলী। তাই হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে সৌরভের পুরো পরিবারকে। আইসোলেশনের মধ্যেই করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ। আশার কথা, তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।,

`এরপর সৌরভের পুরো পরিবারকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। পরামর্শ অনুযায়ী গত কয়েকদিন বাসা থেকেই বোর্ডের সব কাজ করেছেন বিসিসিআইপ্রধান। তবে চিন্তা ছিল একই বাড়িতে থাকায় সৌরভ নিজেও আক্রান্ত হয়েছেন কি না? শেষ পর্যন্ত কোভিড-১৯ পরীক্ষা করালেন তিনি। পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। গতকাল শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

স্নেহাশীষের করোনা হওয়ার ফলে কোয়ারেন্টিনে যেতে হয়েছে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকেও। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমিও নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকছি। স্নেহাশীষের অবস্থা সম্পর্কে অভিষেক বলেন, ‘খুব কঠিন সময় যাচ্ছে, হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাল্কা জ্বর ছাড়া এই মুহূর্তে ঠিক আছেন। দ্রুত সুস্থতা কামনা করছি।,