বাংলাদেশ ও ভারতের বন্যার্তদের জন্য পুরস্কারের অর্থ পাঠালেন গ্রেটা থানবার্গ

বাংলাদেশ ও ভারতের বন্যাদুর্গতদের সাহায্যে নিজের পুরস্কারের এক লাখ ইউরো দিয়েছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সাড়া জাগানো অধিকারকর্মী গ্রেটা থানবার্গ। চলতি মাসে পাওয়া ‘গুলবেনক্যিয়া প্রাইজ ফর হিউম্যানিটি’ পুরস্কার থেকে এই অর্থের সংস্থান করেছেন সুইডিশ এই কিশোরী।

সূত্র : সিএনএন

বন্যার্তদের জন্য ব্যয় করতে বাংলাদেশ ও ভারতের দুটি করে চারটি সংস্থা সমপরিমাণ অর্থ পাবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বাংলাদেশের বন্যাদুর্গতদের সহায়তায় ব্র্যাকের মাধ্যমে দেওয়া হচ্ছে ২৫ হাজার ইউরো। সহায়তার মধ্যে থাকছে শুকনো খাবার, অস্থায়ী আশ্রয় এবং স্বাস্থ্যসেবা।

অপরদিকে ভারত ও বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য দীর্ঘমেয়াদে সহায়তা ও অবকাঠামো নির্মাণে ৫০ হাজার ইউরো পাচ্ছে অ্যাকশন এইড। আর ভারতের বন্যাদুর্গতদের পোশাক, খাবার, ওষুধ এবং অন্যান্য জরুরি সহায়তা দিয়ে গুঞ্জ নামের এনজিও পাবে ২৫ হাজার ইউরো। বর্তমানে ভারত ও বাংলাদেশ মিলিয়ে বন্যাকবলিত রয়েছে কমপক্ষে ৯৬ লাখ মানুষ।