জঙ্গি হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত কাশ্মীরে

‘ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় আবারও নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

সূত্র : এবিপি নিউজ

এদিকে, ঘটনার পরই সেখান থেকে পালাতে সক্ষম হয় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে এলাকায় জোর তল্লাশি চলছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

এদিকে, গতকাল রোববারও বারামুল্লায় জওয়ানদের ওপর হামলা চালায় জঙ্গিরা। তল্লাশি অভিযান চালানোর সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একদিনের ব্যবধানেই আজ আবারও হামলার ঘটনায় বারামুল্লায় নজরদারি বাড়ানো হয়েছে।

গত কয়েক দিনে একাধিকবার সেনা ও কাশ্মীর পুলিশের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। গত ১২ আগস্ট পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন এক জওয়ান। ওই সময় এক জঙ্গিরও মৃত্যু হয়। জঙ্গিঘাঁটি থেকে রাইফেল, গ্রেনেড, পাউচ ও একে-৪৭ জব্দ করা হয়। এর আগে জঙ্গি হামলায় বিজেপি নেতা আবদুল হামিদ নজর নিহত হয়েছিলেন।,