জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব এহতেশাম সুলতান আর নেই

`সাবেক হকি খেলোয়াড়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব এহতেশাম সুলতান আর নেই। আজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। ৭৪ বছর বয়সে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এহতেশাম সুলতান। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।,

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনির বড় ভাই এহতেশাম সুলতান। আরো দুই ভাই এলহাম আবাহনী ক্রীড়াচক্রের গোলরক্ষক ছিলেন,  জনির যমজ ডনও ফুটবল খেলতেন। ছয় ভাইয়ের মধ্যে চারজনই খেলাধুলা করেছেন।

এহতেশাম সুলতান ফুটবলও খেলেছেন। আজাদ ও পিডব্লিউডির হয়ে ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে খেলেছেন। আর হকি খেলেছেন সোনালী ব্যাংকের হয়ে।

এহতেশাম সুলতান পূর্ব পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে ১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত হকি খেলেছেন। স্বাধীনতার পর বাংলাদেশ দলের হয়ে ১৯৭৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলেছেন। আশির দশকে জাতীয় দলের কোচও ছিলেন তিনি।

এহতেশাম সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।,