ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতায় মার্কিনিদের জীবন-জীবিকা হুমকিতে : কমলা হ্যারিস

‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ, তাই মার্কিনিদের জীবন-জীবিকা হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ডেমোক্র্যাটদের চার দিনের জাতীয় ভার্চুয়াল সম্মেলনের তৃতীয় দিনে এ মন্তব্য করেন তিনি।

সূত্র :  বিবিসি

সম্মেলনে কমলা হ্যারিস বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের ব্যর্থতায় মার্কিনিদের জীবন-জীবিকা আজ হুমকির মুখে পড়েছে। এ ছাড়া বর্ণবাদকে যুক্তরাষ্ট্রে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যদি পারতাম রেসিজম ভ্যাকসিন (বর্ণবাদরোধী টিকা) তৈরি করতাম। এ পরিস্থিতির উত্তরণে তাই নেতৃত্ব পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস গড়তে হবে।’

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী হিসেবে ঐতিহাসিক মনোনয়ন গ্রহণ করেছেন ক্যালিফোর্নিয়ার কৃষ্ণাঙ্গ সিনেটর ভারতীয়-জ্যামাইকান বংশোদ্ভূত কমলা হ্যারিস।

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার অভিযোগ, দায়িত্ব পালনে গাফিলতি করেছেন ট্রাম্প। এ ছাড়া ট্রাম্প কখনো গুরুত্ব দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ করেন তিনি।

বারাক ওবামা আরো বলেন, ‘আমরা এখন কোনো স্বাভাবিক সময়ে নেই। আমাদের জাতীয় সম্মেলনটাও জরুরি একটা মুহূর্তেই হচ্ছে। তাই, আজ রাতে সরলভাবে নির্বাচন সংশ্লিষ্টদের সবাইকে এই ভোটের গুরুত্ব অনুধাবনের জন্য বলছি। আগামী প্রজন্মকে নতুন নেতৃত্ব উপহার দিতে আমাদের হাতে রয়েছে মাত্র ৭৬ দিন।’

এদিকে, অতীতের উদাহরণ তুলে ধরে ডোনাল্ড ট্রাম্পের ভোট চুরির পরিকল্পনা প্রতিহত করার আহ্বান জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এ ছাড়া ট্রাম্পের বিরুদ্ধে নারীর প্রতি অসম্মান, স্বাস্থ্যসেবা ও মানবাধিকারকে পদদলিত করার অভিযোগ এনেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি।

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে সহিংসতা বেড়েছে বলে সম্মেলনে অভিযোগ করেন ডেমোক্র্যাট নেতারা। অন্যদিকে, ডেমোক্র্যাটরা যখন প্রতিপক্ষকে তুলোধুনোয় ব্যস্ত, তখন ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত মধ্যপ্রাচ্য নিয়ে। তিনি চাইছেন, ইরানের ওপর অবরোধ জোরালো করে ইসরায়েলকে স্বস্তি দিতে।,