পর্তুগিজ প্রেসিডেন্ট দুই নারীকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ : মার্সেলো রেবেলো ডি সুজা

`সমুদ্রে ছোট নৌকা নিয়ে নেমেছিলেন দুই নারী। আচমকা তাঁদের নৌযানটি তলিয়ে যাওয়ার উপক্রম হয়। বিপদে পড়ে যান তাঁরা। দূর থেকে এই দৃশ্য দেখে পানিতে ঝাঁপিয়ে পড়েন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা।

সূত্র : বিবিসি

আলগ্রেভ সৈকতে নৌকা নিয়ে ঘুরছিলেন ওই দুই নারী। আচমকা তাঁরা জটিলতায় পড়ে যান। উদ্ভূত পরিস্থিতিতে তাঁদের বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন দেশটির ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট। সাঁতরিয়ে তাঁর এই উদ্ধার অভিযানের ছবি প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমসহ মূলধারার গণমাধ্যমগুলোতে।

স্থানীয় পর্যটন খাতের উন্নয়নে আলগ্রেভে ছুটি কাটাচ্ছেন প্রেসিডেন্ট ডি সুজা। দুই নারীকে উদ্ধারের এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সৈকতে সমুদ্রের ঢেউয়ের কারণে নৌকাটির সঙ্গে দুই নারীকেও ডুবতে দেখে আমি তাঁদের উদ্ধারে পানিতে নেমে পড়েছিলাম।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, মূলত বিপদ আঁচ করতে পেরে সাহায্যের জন্য এগিয়ে যান তিনি। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ডুবন্ত দুই নারীকে উদ্ধারে পানিতে নেমে সাঁতরাচ্ছেন প্রেসিডেন্ট ডি সুজা। এ সময় অপর এক ব্যক্তিও তাঁকে সাহায্য করেন। তাঁর সহযোগিতায় দুই নারী বেঁচে যান।,