পিএসজিকে হালকাভাবে নিচ্ছে না বায়ার্ন

`ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে আকর্ষণের কেন্দ্রে এখন নেইমার বনাম লেভানদোভক্সির দ্বৈরথ। একদিকে অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা পিএসজি। সব মিলিয়ে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় পর্তুগালের লিসবন।,

চলতি মৌসুমে সব ম্যাচেই জিতেছে বায়ার্ন। তবে মুখোমুখি দেখায় এগিয়ে আছে পিএসজি। এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে আট বার। এর মধ্যে পাঁচবার জিতেছে পিএসজি, তিনবার জিতেছে বায়ার্ন। সব ম্যাচই অবশ্য চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ছিল। তাই ফাইনালটা বেশ লড়াইপূর্ণ হবে বলেই মনে করেন ফুটবলবোদ্ধারা।

বায়ার্নের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বেকেনবাওয়ার বলেন, ‘পিএসজি এমন একটা দল, যাদের হাল্কা ভাবে নিলে কাপ জয়ের স্বপ্ন তছনছ করে দেবে। ওরা ভয়ঙ্কর। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সব খেলা আমি দেখেছি। ওদের কোনো দুর্বলতা খুঁজে পাইনি।’

পিএসজির বিপক্ষে বায়ার্নের ট্রফি জয়ের সম্ভাবনা কতটা জানতে চাইলে সাবেক এই ফুটবলার বলেন, ‘ফাইনাল হবে সমানে সমান। বায়ার্ন যদি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারে, তাহলে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়। বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন যেভাবে খেলেছিল, সেমিফাইনালে লিওঁর বিপক্ষে তেমনটা চোখে পড়েনি। তবে আমি খুশি।’

বায়ার্নের অধিনায়ক গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের প্রশংসাও করেছেন বেকেনবাওয়ার, ‘নয়্যার দুর্দান্ত। লিওঁর বিপক্ষে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়েছে সে।,