চীনা সিনোভেক করোনার ভ্যাকসিনের ট্রায়াল হবে বাংলাদেশে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

`চীনা কোম্পানি সিনোভেক’ক বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান: যারা স্বেচ্ছায় এসে ট্রায়ালে অংশ নিতে আগ্রহী হবে, শুধু তাদের ওপরই এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে জাহিদ মালেক বলেন:  এ বছরের শেষে ডিসেম্ববর অথবা আগামী বছর জানুয়ারিতে মিলতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন। আর বিশ্ব স্বাস্থ্যসংস্থ্যার ভ্যাকসিন পেতে পেতে আমাদের জুন-জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।,