লিভারপুলের সামর্থ্য নেই মেসিকে কেনার

বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন লিওনেল মেসি। নতুন মৌসুমে কোন ক্লাবের জার্সিতে আর্জেন্টাইন তারকাকে দেখা যাবে, সেটা নিয়েই এখন ব্যাপক আলোচনা চলছে। মেসিকে কেনার দৌড়ে কয়েকটি ক্লাবের নাম শোনা গেলেও এখনো ম্যানচেস্টার সিটি সবার চেয়ে এগিয়ে। তবে, রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে দলে নিতে কে না চায়? কিন্তু, এত দাম দিয়ে মেসিকে কেনার সামর্থ্য নেই ক্লাবগুলোর। এমনটা জানিয়ে দিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

গত মঙ্গলবার বুরোফ্যাক্স বার্তায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন মেসি। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। তবে আর্জেন্টাইন তারকার ইচ্ছে ক্লজ ঝামেলা মিটিয়ে বিনা ফিতে বার্সা ছাড়া। সব মিলিয়ে জটিলতা চলছে বেশ। এর মধ্যে মেসিকে পরবর্তী মৌসুমে কোথায় দেখা যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।

এদিকে ইংলিশ লিগের মৌসুম শুরু হবে আজ শনিবার। প্রথম ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচের আগের দিন মেসিকে ক্লাবে নেবেন কি না জানতে চাইলে, লিভারপুল কোচ জানান, সেটা সম্ভব নয়। ক্লপের কথায়, ‘মেসিকে কে তার দলে চায় না? তবে অত বড় অঙ্কের অর্থ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তবে সে দারুণ এক খেলোয়াড়।’

আপাতত মেসির পরবর্তী গন্তব্য ম্যানসিটিকে ধরে নিচ্ছে সবাই। যদি তাই হয়, প্রিমিয়ার লিগে আরো শক্ত প্রতিপক্ষ দেখতে পাবে লিভারপুল। ক্লপ বলেন, ‘মেসি সিটিতে এলে প্রিমিয়ার লিগের জন্য দারুণ হবে। তবে প্রিমিয়ার লিগের জন্য তেমন বুস্ট দরকার আছে কি না, নিশ্চিত নই। সে কখনো অন্য কোনো লিগে খেলেনি। এখানকার ফুটবল ভিন্ন। তাই সে যদি আসেই, তাহলে পরিস্থিতি কী দাঁড়ায়, আমি দেখতে চাইব; যদিও তেমন কিছু হবে বলে আমার মনে হয় না।’,