বিরাট কোহলিকে পেছনে ফেললেন বাবর

`ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৫ রান করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারের লজ্জা পেয়েছে সফরকারী পাকিস্তান। তবে দল হারলেও এই ম্যাচে দারুণ রেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

সমান ৩৯ ইনিংস খেলে এক হাজার ৫০০ রান করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার দলপতি অ্যারন ফিঞ্চ। তবে এই ফরম্যাটে দ্রুত এক হাজার রানের মালিক কিন্তু বাবর একাই। ২৬ ইনিংসে এক হাজার রান করে কোহলিকে পেছনে ফেলেন পাক নেতা। কোহলির রেকর্ডটি ছিল ২৭ ইনিংসে।

এখন পর্যন্ত দ্রুত দুই হাজার রান করার রেকর্ড দখলে রেখেছেন কোহলি। ৫৬ ইনিংসে এই রান করেছেন তিনি।

পাশাপাশি এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যাটিং গড়ে কোহলিকে টপকে গেছেন বাবর। অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবরের ব্যাটিং গড় এখন ৫০.৯০। আর কোহলির ব্যাটিং গড় ৫০.৮০।,