বিশ্বের তৃতীয় ধনী হলেন মার্ক জাকারবার্গ

‘প্রথমবারের মতো ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তিনি হয়ে উঠেছেন একজন ‘সেন্টিবিলিয়নার’। এতে তিনি বিশ্বের তৃতীয়তম ধনী ব্যক্তি হলেন।

সূত্র : সিএনএন

সংবাদ মাধ্যম জানায়, চীনা ভিডিও শেয়ারিং সাইট টিকটককে টক্কর দিতে সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ‘রিলস’ নামে নতুন সেবা যোগ করা হয়েছে। এতেই ফেসবুকের শেয়ারের দাম এক লাফে সাড়ে ছয় শতাংশ বেড়ে যায়। ফেসবুকের মালিকানায় ১৩ শতাংশ শেয়ার থাকা জাকারবার্গের সম্পদও এতে বৃদ্ধি পায়।

মার্ক জাকারবার্গ চলতি বছরে এরই মধ্যে আয় করেছেন প্রায় দুই হাজার ২০০ কোটি ডলার। অন্যদিকে জেফ বেজস আয় করেছেন সাত হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি।,