করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন কবি রাহাত ইন্দোরি

তাঁর কলমে আগুনে ঝড়েছে। সিএএ বা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদি ভাষা উঠেছিল তাঁর কলমে। সেই কলম থেমে গেল। ভারতীয় সাহিত্য জগতে ইন্দ্রপতন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরি। পাশাপাশি ভুগছিলেন করোনায়। চিকিৎসক সূত্রে খবর, মঙ্গলবার পরপর দু’বার হার্ট অ্যাটাক হয় তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, প্রখ্যাত এই কবির ফুসফুসের ৬০ শতাংশ নিউমোনিয়ায় সংক্রমিত হয়েছিল। সম্প্রতি রাহাত ইন্দোরি করোনায়ও আক্রান্ত হন। টুইট করে নিজেই জানান সে কথা। তবে নিউমোনিয়া এমন জায়গায় চলে গিয়েছিল যে শেষ রক্ষা হল না। শেষ কয়দিন তিনি ভরতি ছিলেন শ্রী অরবিন্দ হাসপাতালে। মঙ্গলবার এখানেই তাঁর এদিন মৃত্যু হয় তাঁর।

রাহাত ইন্দোরি একাধারে ছিলেন কবি, চিত্রকর ও গীতিকার। ৭০ বছর বয়সী রাহাত বেশ কয়েকটি হিন্দি ছবিতে গান লিখেছেন। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘মার্ডার’-সহ বেশ কয়েকটি হিট ছবির গান বেরিয়েছিল তাঁর কলম থেকে।

নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি বিরোধী আন্দোলনে গত বছর যখন গোটা দেশ উত্তাল, তখন রাহাত ইন্দোরির বিখ্যাত উর্দু কবিতার পংক্তি উদ্ধৃত করতেন প্রতিবাদীরা।