করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর

‘দেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুর্তজা বশীরের বড় মেয়ে মুনিরা বশীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রাতে শ্বাসকষ্ট ও অক্সিজেন গ্রহণের হার কমে যাওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষা করলে ফল পজিটিভ আসে।

মুনিরা বশীর জানান, আজ বাদ আছর বনানী কবরস্থান মসজিদে তার জানাজা হবে। এরপর বনানী কবরস্থানেই তাকে দাফন করা হবে।

গত কয়েক বছর ধরেই কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছিল ৮৮ বছর বয়সী এই চিত্রশিল্পীকে। গত বছর ফুসফুসে সমস্যার কারণে তিনি হৃদরোগেও আক্রান্ত হন।

বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। তিনি ঢাকা গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) থেকে শিক্ষালাভ করেন। মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, কার্টুনিস্ট, কবি, লেখক, গবেষক ছিলেন। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ১৯৮০ সালে একুশে পদক ও ২০১৯ সালে স্বাধীনতা পদক পান তিনি।,