খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আইন মন্ত্রণালয়ের সম্মতি

`সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রীর সম্মতির পর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর থেকেই তা কার্যকর হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এমন তথ্যই সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তবে আইনমন্ত্রীর বরাত দিয়ে ‘নির্বাহী আদেশে খালেদার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়লো’ বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম।

তবে সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর শর্ত হিসেবে আইন মন্ত্রণালয় বলেছে, বিদেশে নয়, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে দেশেই। তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

তিনি আরও জানান, বেগম জিয়ার আবেদনের এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ফাইলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতির পর তা নির্বাহী আদেশ হিসেবে গেজেট প্রকাশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, ‘আগের শর্তেই বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে আমরা মতামত দিয়েছি। তিনি বিদেশ যেতে পারবেন না। আমাদের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। বাকি প্রক্রিয়া সেখান থেকে সম্পন্ন হবে।’

উল্লেখ্য, আগের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার ৬ মাসের সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। পরবর্তীকালে ৩০ অক্টোবর এই মামলার আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।,