চট্টগ্রামে জরিমানার পর খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি বন্ধ

`পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের জরিমানার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেছে আড়তদাররা। আজ সোমবার সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা রাস্তায় নেমে এ প্রতিবাদ করে।

খাতুনগঞ্জের আড়তদার মো. মিন্টু সওদাগর বলেন, ‘আমরা পেঁয়াজ কিনে আনি না। আমরা আড়তদার। আমরা সামান্য লাভে বিক্রি করি। যারা পেঁয়াজ আমদানি করে আপনারা তাদের ধরেন।’

হামিদ উল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গণহারে বাজারে জরিমানা করছেন। এ আতঙ্কে পেঁয়াজ ব্যবসায়ীরা দোকান খুলছে না।’

এদিকে, চট্টগ্রামের অস্থির পেঁয়াজের বাজারের লাগাম টেনে ধরতে আজ সোমবারও নগরীর কয়েকটি বাজারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আগ্রাবাদ চৌমুহনী ও কর্ণফুলী বাজারে এসব অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ও শিরিন আকতার অভিযানের নেতৃত্ব দেন। এ সময় কর্ণফুলী মার্কেটের চারটি প্রতিষ্ঠান ও চৌমুহনী মার্কেটের ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

পেঁয়াজের আড়তদাররা জানান, এখন শুধু ভারত থেকেই পেঁয়াজের আমদানি হচ্ছে। এক সপ্তাহ আগেও  প্রতিকেজি পেঁয়াজের পাইকারি দাম ছিল পঁচিশ টাকা। কিন্তু কয়েক দিনের ব্যবধানে এই মূল্য দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার কারণে বাজারে অস্থিরতা শুরু হয়।,