করোনায় প্রাণ গেল মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর

`মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তারিক আলী কোভিড-১৯ আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনা আক্রান্ত ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটির মতো আধুনিক, স্মার্ট ও সৎ ব্যক্তিত্ব বিরল। তিনি মরণোত্তর দেহদান করে গেছেন। তবে করোনা রোগীর দেহদান করা যাবে কি-না এই ব্যাপারে ওনার পরিবার ও চিকিৎসকেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

তারিক আলী নামে সুপরিচিত এই মুক্তিযোদ্ধার মরদেহ বিকেলে চারটায় আনা হবে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি তারেক আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।,