পাকিস্তানের মার্বেল খনিতে পাথর ধস ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি

‘পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি মার্বেল খনিতে ভয়াবহ পাথর ধসের ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে অনেকে। এখনো খনিটিতে কমপক্ষে ২০ শ্রমিক আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খায়বার পাখতুনখোয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় শ্রমিকদের ওপর সাদা মার্বেলের পাথর খণ্ড ধসে পড়ে, খবর খালিজ টাইমসের।

রাজ্য সরকারের খনি এবং খনিজ সম্পদ মন্ত্রী মোহাম্মদ আরিফ বলেন, মার্বেল পাথরের খনিতে পাথর ধসের পর এখন পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আহত আরো ২০ জনকে।

মন্ত্রী আরো জানান, পাথর ধসের ফলে খনিতে আরো প্রায় ২০ জন আটকা পড়ে আছে। উদ্ধার কর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মৃত্যুর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহমান্দ জেলার সিনিয়র কর্মকর্তা হামিদ ইকবালও।

উল্লেখ্য, ২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।,