মিয়ানমারের দুই সেনার স্বীকারোক্তি; রোহিঙ্গাদের দেখামাত্র গুলির নির্দেশ ছিলো

‘৩ বছর আগে রাখাইনে সামরিক অভিযানকালে রোহিঙ্গাদের দেখামাত্র গুলির নির্দেশ ছিলো। আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসিতে এমন স্বীকারোক্তি দিয়েছেন মিয়ানমারের দুই সেনা। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটস।

সূত্র ঃ আইসিসি

সংস্থাটির দাবি, আইসিসিতে স্বীকারোক্তি দেয়া ঐ ২  সেনা হলেন- মিও উইন তুন এবং জ নায়েং তুন।

আদালতে তারা ২০১৭ সালে মিয়ানমার বাহিনীর ক্লিয়ারেন্স অপারেশনে সময়ে নারী, শিশুসহ নিরীহ মানুষদের হত্যা, গণকবরে মাটিচাপা দেয়া, ধর্ষণসহ অন্যান্য অপরাধের কথা স্বীকার করেছে।

নৃশংসতায় অংশ নেয়া ১৯ ব্যক্তির নাম উল্লেখ করে এ ২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারণা করা হচ্ছে, ওই দুই সেনা আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে ভবিষ্যতে কাজ করবেন।

আইসিসিতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে অপরাধের তদন্ত চলছে।,