কোলের শিশুকে মাস্ক না পরানোয় পুরো ফ্লাইট বাতিল করেছে কানাডার ওয়েস্টজেট এয়ারলাইনস

‘করোনা মহামারির বিস্তার ঠেকাতে কোলের শিশুকে মাস্ক না পরানোয় পুরো ফ্লাইট বাতিল করেছে কানাডার একটি এয়ারলাইনস। গত মঙ্গলবার কানাডার ক্যালগারি থেকে টরেন্টো অভিমুখী ছিল ওয়েস্টজেট কোম্পানির ওই ফ্লাইটটি।

সূত্র ঃ বিবিসি 

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ওয়েস্টজেট কোম্পানি বলছে, এক দম্পতি যাত্রাকালে তাদের সন্তানকে মাস্ক পরাতে অস্বীকৃতি জানালে ফ্লাইটটি বাতিল করা হয়।

এদিকে শিশুটির বাবা সাফওয়ান চৌধুরী জানান, ওয়েস্টজেট তাঁর ১৯ মাস বয়সী মেয়েকে জোর করে মাস্ক পরাতে চেয়েছিল। কিন্তু তাঁর মেয়ের কান্না থামছিল না তখন।

সাফওয়ান আরো বলেন, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় তাঁর তিন বছর বয়সী কন্যা মাস্ক খুলে নাস্তা খাচ্ছিল।

এ সময় ওয়েস্টজেটের কর্মকর্তা তাঁর ১৯ মাস বয়সী কন্যা শিশুর দিকে ফিরে বলেন, ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে, নয়তো ফ্লাইট ছাড়বে না।

সাফওয়ান চৌধুরী অভিযোগ করেন, ওয়েস্টজেটের কর্মীরা পুলিশও ডাকেন। এমনকি শিশুর মুখে মাস্ক না থাকায় তাঁদের এয়ারপোর্ট ত্যাগ করতে বলা হয়। নয়তো গ্রেপ্তার করিয়ে কারাগারে পাঠানোর হুমকিও দেয়।

অন্যদিকে সাফওয়ান চৌধুরীর অভিযোগ প্রত্যাখ্যান করে ওয়েস্টজেট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১৯ মাস বয়সী শিশুকে জোর করে মাস্ক পরাতে চায়নি, বরং সাফওয়ানের তিন বছর বয়সী কন্যার মুখে মাস্ক পরাতে চেয়েছিল।,