সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের শিরোপা জয়

`ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে, মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরমেন্সে থাকা ত্রিনবাগো নাইট রাইডার্স। ফাইনালে সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেটে হারায় তারা। কাইরন পোলার্ডের মতো ‘বিগ হিটার’ ব্যাট করেননি। তারপরও তাদের দল ১১ বল হাতে রেখেই ৮ উইকেটে হারিয়ে দিলো সেন্ট লুসিয়া জুকসকে। এ নিয়ে সিপিএলে চারবার শিরোপা জিতল দলটি। যা টুর্নামেন্টটার মোট ট্রফির অর্ধেক।

ত্রিনবাগো পুরো আসরে কেমন দাপুটে ছিল সেটার প্রমাণ রেখেছে ফাইনালেও। ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ত্রিনবাগো অধিনায়ক কাইরন পোলার্ড। ১৯ ওভার ১ বলে ১৫৪ রান করে অলআউট হয়ে যায় তারা।

শুরুতেই অবশ্য ১৯ রানের মধ্যে দুই উইকেট পড়ে যায় রাইডার্সের। এরপর দায়িত্ব কাঁধে নেন লেন্ডল সিমন্স ও ড্যারেন ব্রাভো। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ জিতিয়ে ফিরিয়েছেন দুজনে।,