হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

‘লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ আহ্বান জানান। হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেওয়ায় সার্বিয়া সরকারের প্রশংসা করেন পম্পেও।

সূত্র : সিএনএন

পম্পেও বলেন, হিজবুল্লাহর গোটা অস্তিত্বকে সন্ত্রাসী মনে করতে হবে। এটির রাজনৈতিক অংশ ও সামরিক অংশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।

পম্পেও আরো বলেন, হিজবুল্লাহ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে যাচ্ছে। একই সঙ্গে তারা ইউরোপ থেকে সামরিক প্রযুক্তি ও বাজেট সংগ্রহ করার কাজে ব্যস্ত রয়েছে।

গত সপ্তাহে মার্কিন অর্থ মন্ত্রণালয় লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সে দেশের সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

যদিও বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি আমেরিকা ও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এ কারণে তারা এই প্রতিরোধ সংগঠনের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে যাচ্ছে।

লেবাননে হিজবুল্লাহর জনপ্রিয়তা ঠেকানোর লক্ষ্যে সংগঠনটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত দেশটির বহু রাজনৈতিক ব্যক্তিত্বর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন।,