রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ ঘোষণা করল ট্রাম্প প্রশাসন

‘আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকে চীনের জনপ্রিয় অ্যাপ টিকটক ও উইচ্যাট মুছে ফেলা হবে। ফলে ঐদিন থেকে যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট অ্যাপ দুটি ডাউনলোড করা যাবে না।

সূত্র :  নিউইয়র্ক টাইমস

এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস জানিয়েছেন, এই অ্যাপগুলোর মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং অর্থনীতিকে বিপজ্জনক অবস্থায় ফেলতে চাইছে চীনের কমিউনিস্ট পার্টি।

আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই এই অ্যাপ দুটির যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়। তাই আর কোনো ঝুঁকি না নিয়ে অ্যাপ দুটিকে নিষিদ্ধ ঘোষণা করল ট্রাম্প প্রশাসন।

রোববার থেকে উইচ্যাট নিষিদ্ধ করা হলেও টিকটক ব্যবহারকারীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এরপর এটিকেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হবে।

বাণিজ্য বিভাগ জানিয়েছে, টিকটক অ্যাপটি সম্পূর্ণভাবে বন্ধের আগেই এর বিষয়ে জাতীয় সুরক্ষা উদ্বেগ সমাধান করা হলে নিষেধাজ্ঞার আদেশটি প্রত্যাহার করা হতে পারে।,