কোভিড-১৯ নেগেটিভ হওয়ার পরও আইসোলেশনে ইবাদত-রাহিরা

‘শ্রীলঙ্কা সফরের জন্য রোববার ২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হওয়ার কথা ছিল জাতীয় দলের স্কিল ক্যাম্প। মাঠে এসে দেখা গেল অনুশীলনে এসেছেন মাত্র ১৬ জন। বাকিরা কেনো নেই, কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

সূত্র : বিবিসি

জানালেন, একজন বা দুইজন ক্রিকেটারের মাঝে করোনা উপসর্গ দেখা দেয়ায় তাদের সংস্পর্শে আসা বাকিদেরও সতর্কতা হিসেবে অনুশীলনের বাইরে রাখা হয়েছে। তোলা হয়নি টিম হোটেলেও।

আবাসিক স্কিল ক্যাম্পের জন্য শনিবার ঢাকায় এসে প্রাথমিকভাবে বিসিবির একাডেমি ভবনে ওঠেন আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিনসহ বেশ কয়েকজন। ওইদিনই তাদের করোনা পরীক্ষা করানো হয়।

ফল নেগেটিভ হওয়ায় পরিকল্পনা ছিল সব ক্রিকেটারকেই বায়ো-সিকিউর বাবল বা জৈব-নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে। আপাতত ১৬ ক্রিকেটারকে রাখা হচ্ছে বেষ্টনীরতে।

সোমবার জাতীয় দলের ক্রিকেটারদের তৃতীয় ধাপের কোভিড-১৯ টেস্ট করানো হবে। আবার নেগেটিভ ফল এলে অনুশীলন শুরু করে দেবেন ইবাদত-রাহিরা। দুবার পজিটিভের পর তৃতীয়বার পরীক্ষা দিয়ে নেগেটিভ সার্টিফিকেট পাওয়া ওপেনার সাইফ হাসান অনুশীলনে যোগ দেবেন আরও দুই-একদিন বিশ্রামে থাকার পর।

শ্রীলঙ্কা সফরের আগে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্টে মিলেছে স্বস্তির খবর। জাতীয় দলের ২৭ ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সব সদস্যই করানো পরীক্ষায় উতরে গেছেন। সোমবার আবার হবে তাদের পরীক্ষা। চতুর্থ পরীক্ষা হবে ২৫ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা রওনা হওয়ার কথা টাইগারদের।,