বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

‘রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের আহমেদ টাওয়ারের ১৬ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির ৮টি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাত হোসেন আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সর্বাত্মক প্রচেষ্টায় ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২২ তলা ভবনের ১৬ তলায় আগুন লাগে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

২০১৯ সালের ২৮ মার্চ বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন ৭০ জন।

এছাড়া ভবনটির ব্যাপক ক্ষতি হয়। সেই ভবনের পাশের ভবনেই এবার আগুনের ঘটনা ঘটল।,