এ মাসেই খুলতে পারে সিনেমা হল : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

‘করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো এ মাসেই খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে সিনেমা হলগুলো বন্ধ থাকায় এ শিল্পের সঙ্গে যুক্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি সব ধরনের ছবির শুটিংও বন্ধ রয়েছে।

মুক্তিপ্রাপ্ত কিছু নতুন চলচ্চিত্রের প্রদর্শনীও বন্ধ রয়েছে। এতে এ শিল্পের সঙ্গে যুক্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ কারণেই চলতি মাসে হল মালিক এবং প্রযোজক পরিচালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে সিনেমা হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, করোনা মহামারির কারণে প্রায় পাঁচ মাস শুটিং বন্ধ ছিল। বর্তমানে শুটিং চালু হয়েছে।

তবে সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে সিনেমাপাড়ার লোকজন। বিশেষ করে হল-সংশ্লিষ্ট কর্মজীবীদের অবস্থা করুণ।,