মুস্তাফিজ তিন ফরম্যাটেই খেলতে চান

‘শুধু টেস্টেই নয়, ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চান বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এখন ফিটনেস ও স্কিল নিয়েই বেশি কাজ করছেন তিনি। যাতে তিন ফরম্যাটের জন্য নিজেকে তৈরি করে তুলতে পারেন।

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুস্তাফিজ বলেন, ‘আমি তিন ফরম্যাটেই ক্রিকেট খেলতে চাই। বর্তমানে আমি ফিটনেস ও অন্যান্য স্কিল নিয়ে কাজ করছি। বোলিং দক্ষতা বাড়াতে যা করা প্রয়োজন, সেভাবে চেষ্টা করছি।’

বোলিং বৈচিত্র্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত অভিষেক হয়েছিল মুস্তাফিজের। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ১১ উইকেট পেয়েছিলেন তিনি। সে দুটি ম্যাচে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।

সেবার ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে দুই উইকেট নিয়ে অভিষেক সিরিজে মুস্তাফিজ শিকার করেন ১৩ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেন মুস্তাফিজ। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার হয়ে ওঠেন তিনি।

কিন্তু টেস্ট ক্রিকেটে খুব একটা সাফল্য পাননি। এ প্রসঙ্গে তরুণ এই বাঁহাতি পেসার বলেন, ‘করোনাভাইরাসের আগে, কীভাবে বলকে ভেতরে আনতে হবে, সে বিষয়ে আমাকে পরামর্শ দিয়েছিলেন বোলিং কোচ। আমি এখনো এটি নিয়ে কাজ করছি। আশা করছি এ বিষয়ে সাফল্য পাব।’

মুস্তাফিজ আরো বলেন, ‘দলগত অনুশীলন গুরুত্বপূর্ণ। আমরা ঘরে কাজ করেছি, তবে সেটি ভিন্ন ব্যাপার। কিন্তু আমি যখন স্টেডিয়ামে কাজ শুরু করেছি, তখন কঠিন ছিল, কিন্তু এখন সবকিছু ঠিকঠাক চলছে।,