বার্সেলোনার ক্লাব থেকে সুয়ারেজকে বের করে দেওয়ায় মেসির দুঃখ প্রকাশ

‘গত ছয় বছর লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন লিওনেল মেসি। এ জুটিতে ভর করে অনেক শিরোপা এসেছে বার্সা শিবিরে। কিন্তু এবার বার্সায় সুয়ারেজের প্রয়োজন ফুরিয়েছে। তাই সুয়ারেজকে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দিয়েছে বার্সেলোনা। অনেকটা জোর করেই ক্লাব থেকে উরুগুয়ে স্ট্রাইকারকে বের করে দিয়েছে বার্সা।

সূত্র : বিবিসি

ক্লাবের এমন কাজে হতাশ মেসি। তবে এখন আর বার্সার কোনো কিছুতেই অবাক হন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রিয় বন্ধুকে নিয়ে লম্বা স্ট্যাটাসে নিজের হতাশা প্রকাশ করলেন তিনি। সেইসঙ্গে প্রিয় বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা।

সুয়ারেজের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমি ভাবছিলাম তোমাকে ছাড়া ড্রেসিংরুম কেমন হবে। কিন্তু যখন আমি আজ ড্রেসিংরুমে গেলাম, এটা সত্যিই আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে।

মাঠ ও মাঠের বাইরে তোমার সঙ্গে সময় না কাটিয়ে থাকা আমার জন্য অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। আমরা সবাই তোমাকে অনেক বেশি মিস করব। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি, অনেক লাঞ্চ ও ডিনারের সঙ্গী ছিলাম। অনেক মুহূর্ত রয়েছে, যা আমরা কোনোদিনও ভুলব না; একসঙ্গে কাটানো সময়গুলো কিছুতেই ভোলা সম্ভব নয়।’

এত দিন এক ক্লাবে খেলেছেন দুজন। এবার একে অন্যের বিরুদ্ধে খেলবেন। এমনটা খুব কঠিন হবে বলে মনে করেন মেসি, ‘তোমাকে অন্য কোনো জার্সিতে দেখা বেশ অদ্ভুতই হবে। এর চেয়েও কঠিন হবে মাঠে তোমার বিপক্ষে খেলা। তুমি নিজ যোগ্যতায়ই একটা বিদায়ী সংবর্ধনা পাওয়ার দাবিদার। তুমি ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বার্সেলোনার দল ও তোমার ব্যক্তিগত ক্যারিয়ারে অনেক কিছু জিতেছ তুমি।,