লকডাউন ভেঙে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

‘লকডাউন উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার নাগরিক। দেশটিতে লকডাউন ঘোষণার একদিন পরই শনিবার রাতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসার সামনে জড়ো হয়ে বিক্ষাভ প্রদর্শন করতে থাকে। বিভিন্ন ব্রিজ ও রাস্তার সংযোগস্থালেও বিক্ষোভকারীরা জড়ো হন।

সূত্র :  এএফপি

১৮ সেপ্টেম্বর ইসরায়েলে করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়। শুক্রবার আরো কড়াকড়ি আরোপ করে দেশটি।

লকডাউনের সময় জনসমাগম নিষিদ্ধ করা হলেও সেটা অমান্য করে নেতানিয়াহুর বাসার সামনেই বিক্ষোভকারীরা জড়ো হয়। বিক্ষোভকারীদের দাবি লকডাউন ও কড়াকড়ি তাঁদের রাস্তায় নামতে বধ্য করেছে।

তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু লকডাউনের পক্ষ নিয়ে বলেছেন, ‘জনগণের জীবন রক্ষার জন্যই আমরা লকডাউন দিতে বাধ্য হয়েছি। আমরা করোনা আক্রান্ত হয়ে মানুষকে মরতে দিতে পারি না।,