করোনায় দশ লাখ ছাড়ালো মৃতের সংখ্যা

গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়ার ৯ মাস পর বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

সূত্র : বিবিসি

ওয়ার্ল্ডোমিটার বলছে, রোববার ৩ হাজার ৮০০ জনের মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১০ লাখ  ২ হাজার ৩ শ জন ছাড়িয়েছে।

বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৩ হাজারেরও বেশি মানুষ।

একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ৫২ হাজার মানুষ। এখনও সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্তের ঘটনা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ ৯ হাজার ছাড়িয়েছে আর আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৩ লাখেরও বেশি মানুষ।

ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। ভারতে ৯৫ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্ত ৪৭ লাখেরও বেশি মানুষ, ভারতে সংখ্যাটা ৬০ লাখেরও বেশি।