বাবরি মসজিদ ধ্বংস মামলায় ৩২ জন অভিযুক্ত আসামিকেই বেকসুর খালাস

‘ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে ভারতের বিশেষ আদালত। কট্টর হিন্দুদের দ্বারা ধ্বংস হওয়া বাবরি মসজিদের প্রায় তিন দশক পর মামলার রায় ঘোষণা করা হলো আজ।

সূত্র :  টাইমস অব ইন্ডিয়া

লখনউয়ের বিশেষ আদালতে রায় পড়েন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।

রায়ে বিচারকের যুক্তি দিয়ে বলেছেন, ‘ওই কর্মকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল না’। এসময় তথ্যপ্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। ফলে সসম্মানে মুক্তি দেয়া হল ৩২জন অভিযুক্তকেই।

যেখানে ছিলেন বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদভানিসহ ৩২ আসামির নাম।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর কট্টর হিন্দুরা অযোধ্যার ৫০০ বছরের পুরনো মসজিদটি ভেঙে গুড়িয়ে দিয়েছিলো।,