রাশিয়ার এক নারী সাংবাদিক নিজেকে পুড়িয়ে মারলেন

‘রাশিয়ায় সরকারি কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ‘ক্ষুব্ধ’ হয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে এক নারী সাংবাদিক মারা গেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে গায়ে আগুন লাগিয়ে তিনি নিজেকে পুড়িয়ে মারেন।

সূত্র : বিবিসি

শুক্রবার এমন ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসি। রাশিয়ার নিঝনি নভগোরদ শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

আত্মাহুতি দেওয়া সাংবাদিকের নাম ইরিনা স্লাভিনা। কোজো প্রেস নামের সংবাদভিত্তিক ওয়েবসাইটের প্রধান সম্পাদক ছিলেন তিনি।

নিজেকে আগুনে পুড়িয়ে মারার আগে স্লাভিনা ফেসবুক পোস্টে তার মৃত্যুর জন্য রুশ ফেডারেশনকে দায়ী করে যান।

রুশ কর্তৃপক্ষ গুরুতর দগ্ধ অবস্থায় ইরিনা স্লাভিনার মরদেহ উদ্ধার করার কথা নিশ্চিত করেছে।

স্লাভিনা গত বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন: ওপেন রাশিয়া নামে গণতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রের খোঁজে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে। পরে কিছু কম্পিউটার ও কাগজপত্র জব্দ করে নিয়ে যায়।

এর আগে গত বছর স্লাভিনাকে তার লেখা এক নিবন্ধে ‘কর্তৃপক্ষকে অসম্মান’ করার অভিযোগে জরিমানা করা হয়েছিল বলেও জানা যায়।

তবে আত্মাহুতির ঘটনার সঙ্গে বাড়িতে তল্লাশি চালানোর সম্পর্ক থাকার কথা নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইরিনা স্লাভিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোর্কি স্ট্রিটের একটি বেঞ্চে বসে গায়ে আগুন লাগাচ্ছেন। এক ব্যক্তি তাকে নিভৃত করার চেষ্টা করে ব্যর্থ হন। ইরিনা স্লাভিনা তার স্বামী ও এক সন্তান রেখে গেছেন।,