প্রথমবারের মতো পয়েন্ট খোয়াল বার্সেলোনা, জিতল রিয়াল মাদ্রিদ

‘লা লিগায় প্রথমবারের মতো পয়েন্ট খোয়াল বার্সেলোনা। ঘরের মাঠে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচে প্রথমে লুক ডি ইয়ংয়ের গোলে সেভিয়া এগিয়ে যায়। পরে ফিলিপ কুতিনহোর গোলে বার্সা খেলার সমতায় ফিরে।

সূত্র : সিএনএন

দুই মিনিটের মধ্যে খেলায় সমতায় ফিরে বার্সেলোনা। লিওনেল মেসির ক্রস সেভিয়া ডিফেন্ডার হেসুস নাভাস ঠেকাতে গিয়ে তুলে দেন কুতিনহোর পায়ে। জোরালো শটে গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

রিয়ালের জয়ের নায়ক ভিনিসিয়াস

রিয়াল মাদ্রিদে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে লা লিগার ম্যাচে জিনেদিন জিদানের ক্লাব জিতল ২-০ গোলে। ভিনিসিয়াস ছাড়া দ্বিতীয় গোলদাতা করিম বেনজেমা। ১৬ মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে বল পেয়ে অসাধারণ প্লেসিংয়ে গোল করেন ভিনিসিয়াস। আগের ম্যাচেও তিনি জয়সূচক গোল করেন। এদিন বেনজেমা গোলটি করেন ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে।

লেভানদোস্কি চার গোল

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৪-৩ গোলে হারাল হার্থা বার্লিনকে। ম্যাচের সবচেয়ে বড় ঘটনা ছিল রবার্ট লেভানদোস্কি একাই চার গোল করেন। চারটি গোলের একটি অবশ্য পোলিশ তারকা করেছেন পেনাল্টি থেকে। গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন এবার লিগ টেবিলের চার নম্বরে আছে।,