ধর্ষকেরা সমাজবিরোধী, এরা অমানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

‘নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, সবাইকে আইনের আওতায় আনা হবে। নিপীড়কেরা সমাজবিরোধী, এরা অমানুষ। 

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, কিন্তু নিপীড়করা মানুষ না, এরা অমানুষ, এ জন্যই এমন ঘটনা ঘটছে।

তিনি বলেন, নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। নোয়াখালীতে বর্বরতার চরম শিখরে পৌঁছেছে।
অপরাধীদের ২ জন বাদে সবাই কে ধরে ফেলা হয়েছে। এখানে কোনো ধরনের গাফিলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি। খুব শিগগিরই আমরা অপরাধীদের আইনের মুখোমুখি করবো।  সিলেট এম সি কলেজের ঘটনার শাস্তি নিশ্চিত করতে, নির্ভুল তদন্ত রিপোর্ট প্রণয়নের কাজ চলছে।
এই সময়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনা কালে দায়িত্ব পালন করেছে, বলেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।,