মাঠে দর্শক ফেরানোর আহ্বান জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন

‘ইংল্যান্ডে অক্টোবরে দর্শক ফেরানোর পরিকল্পনা ভেস্তে গেছে। করোনার নতুন ঢেউয়ে মাঠে দর্শক রাখার পক্ষে নয় ব্রিটিশ সরকার। কিন্তু আর্থিক দিক বিবেচনা করে সরকারের কাছে মাঠে দর্শক ফেরানোর আহ্বান জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ও লিগের কর্তৃপক্ষরা।

সূত্র : সিএনএন

মাঠে ২৫-৩৩ শতাংশ দর্শক প্রবেশের পরিকল্পনা ছিল ব্রিটিশ সরকারের। কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় গত মাসেই। নতুন সংক্রমণের ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সব পরিকল্পনা স্থগিত ঘোষণা করেন।

ফলে তারা মিলিতভাবে এক চিঠিতে সরকারের কাছে আহ্বান জানিয়ে লিখেছেন, ‘আমরা সবাই ১১টি পরীক্ষামূলক ইভেন্ট এরই মধ্যে সফলভাবে আয়োজন করেছি। সেখানে দেখিয়েছি, নিরাপদভাবে কীভাবে ম্যাচগুলো আমরা শেষ করতে পারি।’

তার পরের কথাতেই উঠে এলো তাদের এই আহ্বানের মূল কারণ। আর্থিক দিকসহ অনেকের জীবিকাও যে নির্ভর করছে দর্শক ফেরানোর ওপর, ‘যতদ্রুত সম্ভব আমরা ফিরতে পারবো, ততদ্রুত সবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবো। একই সঙ্গে বাকিদের চাকরি, জীবিকা, স্থানীয় ব্যবসা ও জাতীয় অর্থনীতিতেও সহায়ক ভূমিকা পালন করতে পারবো।,