কাবাডি খেলোয়াড়দের জন্য আসছে বেতন কাঠামো

`বাংলাদেশের কাবাডির ইতিহাস কতই না উজ্জ্বল! একসময় এশিয়ান গেমস বা দক্ষিণ এশিয়ান গেমসের কাবাডিতে বাংলাদেশের পদক ছিল বাধা। কিন্তু সাম্প্রতিক সময়ে রং হারিয়েছে সাফল্য-খরায় ভোগা কাবাডি রং হারিয়েছে।

সর্বশেষ ইন্দোনেশিয়া ২০১৮ এশিয়াড থেকে কোনও পদক আসেনি। ২০১৯ নেপালের এসএ গেমসে সোনা জয়ের লক্ষ্য নিয়ে গিয়ে এসেছে ব্রোঞ্জ। এ দুই প্রতিযোগিতা থেকে শিক্ষা নিয়ে কাবাডি ফেডারেশন ঘুরে দাঁড়াতে চাইছে। হৃতগৌরব ফেরানোর লক্ষ্যে খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে আনাসহ নিতে যাচ্ছে নানান পরিকল্পনা।

নীয় কোচদের আধুনিক শিক্ষার জন্য কোচেস ট্রেনিং প্রোগ্রাম হবে। দেশের বাইরে থেকে কোচ এনে তা করার সিদ্ধান্ত হয়েছে। যেন তৃণমূলে তারা সঠিকভাবে কোচিং করাতে পারে। বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের নিয়ে ট্রেনিং ক্যাম্প চলছে। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে তাদের বেতন কাঠামোর মধ্যে আনার চিন্তা-ভাবনা চলছে। মোজ্জাম্মেল হক বলেছেন,  ‘গোড়ায় গলদ রেখে কাবাডি চালানো যাবে না। সনাতন পদ্ধতিতে চললে হবে না। পেশাদার ঢংয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা প্রয়োজনে মাসিক বেতন দেবো। যে ছেলেগুলো জাতীয় দলে খেলবে তাদের বেতন দেওয়া হবে। পুলভিত্তিক তা করা হবে। তা নাহলে কমিটিমেন্ট কেন থাকবে জাতীয় দলের জন্য? বেতন কাঠামোর মধ্যে আনতে পারলে তাদের কমিটমেন্ট আরও বাড়বে।’

ফেডারেশন ২০২২ এশিয়ান গেমস ও এসএ গেমসে ভালো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেজন্য জাতীয় দলকে আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ে খেলানোর পাশাপাশি তাদের সবরকমের সুবিধা দেওয়ার চিন্তা রয়েছে। মোজাম্মেল হকের অঙ্গীকার, ‘আমরা আগামী এশিয়াড ও এসএ গেমসের জন্য সর্বাত্মক চেষ্টা করবো। যদি পদক না আসে তাহলে কাবাডিই ছেড়ে দেবো!,