২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬৮৪ জন এবং মারা গেছেন ১৬ জন : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের ২২১তম দিনে গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার বেড়েছে। এই হার এখন ৭৭.৬৭। গতকাল এ সংখ্যা ছিল ৭৭ দশমিক ৬০ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮৪ জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এসময়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা গেছেন ২২ জন। সেই বিবেচনায় আজ মৃত্যুর সংখ্যাও কিছুটা কম।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৪ হাজার ৪শ’ ১১টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৮.১৩ শতাংশ। করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৭৭.৬৭ শতাংশ।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট মৃত্যু হয়েছে ৫৫৯৩ জনের