রাজনাথের অস্ত্রপূজা চীন সীমান্তে

লাদাখে উত্তেজনার মধ্যেই চীন সীমান্তের কাছে অস্ত্রপূজা করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার তিনি বিজয়া দশমীতে পশ্চিমবঙ্গের সেনা ঘাঁটি সুকনায় অস্ত্রপূজা করেছেন। পূজার সময় তিনি চীনকে আরেকবার হুঁশিয়ারি জানিয়েছেন। তার সঙ্গে ছিলেন ভারতীয় সেনাপ্রধান।

সূত্র : ডয়চে ভেলে

রাজনাথ বলেন, ভারত শান্তির পক্ষে। কিন্তু চীন যেভাবে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, তার যোগ্য জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরা।

রাজনাথ বলেছেন, ভারত এক ইঞ্চি জমিও ছাড়বে না। চীনকে ভারতের ভূখণ্ডে ঢুকতে দেয়নি দেশের সেনা। আরএসএস প্রধান মোহন ভগবত বলেন, সাম্রাজ্যবাদী চীন ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে। ভারত তার যোগ্য জবাব দিয়েছে।

লাদাখে ভারত-চীন সীমান্তে উত্তেজনা অব্যাহত। এখনও দুই দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেছে, সীমান্তের উত্তেজনা এতটুকু কমেনি বরং বেড়েছে। দুই দেশই সমস্ত আধুনিক যুদ্ধাস্ত্র প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে নিয়ে গিয়ে রেখেছে।

ভারতীয় সেনা সূত্রের তথ্য অনুসারে, এই মুহূর্তে পূর্ব লাদাখে ভারত এবং চীনের ট্যাংঙ্কের মধ্যবর্তী দূরত্ব মাত্র চারশ মিটার। যা নজিরবিহীন। সেনা পর্যায়ে একাধিক বৈঠকেও কোনও সমাধানসূত্র মেলেনি। অরুণাচল এবং সিকিম সীমান্তেও রেড অ্যালার্ট জারি রয়েছে।