যাত্রাবাড়ীতে ১৪ মাছ ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

মাথায় জেলি যুক্ত চিংড়ি বিক্রি করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তের ১৪ ব্যবসায়ীকে পাঁচ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রামমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই আড়তে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বাংলানিউজকে জানান, মঙ্গলবার যাত্রাবাড়ী মাছের আড়তে মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়ানিক জেলি যুক্ত চিংড়ি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৪ মাছ ব্যবসায়ীকে নগদ পাঁচ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান শেষে দুই হাজার ২৮০ কেজি জেলি চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত ১৪ মাছ ব্যবসায়ী হলেন- আলী আহমদ (৫০ হাজার), আবুল কালাম শেখ- (৫০ হাজার); শামীম (৫০ হাজার); সেলিম (৫০ হাজার); মতিউর রহমান (৫০ হাজার); রফিকুল ইসলাম (৫০ হাজার); ইমরান হোসেন (৫০ হাজার); শাহিন (৫০ হাজার); শেখ আলমগীর কবির (৪০ হাজার); মাসুদ আলম মোল্লা (৪০ হাজার), বোরহান শেখ (৪০ হাজার), ফিরোজ (২০ হাজার); মো. ফিরোজ (২০ হাজার); মো. মনির হোসেন (২০ হাজার) ও মো. কলুছ (হাজার)।