নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা দিয়েছেন সাকিব আল হাসানকে

অপেক্ষার পালা শেষ, তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার শেষ দিন ছিল আজ বুধবার। আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম শুরু করতে পারবেন তিনি।

অনুষ্ঠানে সাকিব বলেন, ‘অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটকে খুব মিস করেছি। তবে সেই সময় নিজেকে ফিট রাখার পাশাপাশি স্ত্রী-সন্তানদের অনেক সময় দিতে পেরেছি। এই এক বছরের মধ্যে বেশিরভাগ সময়ই নিউইয়র্কে কাটিয়েছি। ছয় মাস আগে আমার দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয় এখানে। তাই প্রথম কয়েক মাস আমি আমার শিশু সন্তানের সঙ্গেই থাকতাম। তার দেখাশোনা করতাম। প্রথম বাচ্চার জন্য যেটা পারিনি, এবার দ্বিতীয় সন্তানের জন্য বেবি সিটিংয়ের কাজটা ভালোভাবে করতে পেরেছি।’

প্রবাসীদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আগামী সপ্তাহে দেশে ফিরে বিসিবির পাঁচদলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেব। দেশে ফিরে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পরিকল্পনা তৈরি করব।’

বিসিবি সভাপতি ও নির্বাচকদের সঙ্গে সবসময় যোগাযোগ হয় উল্লেখ করে বিশ্বের অন্যতম এই সেরা তারকা বলেন, ‘ভবিষ্যৎ পরিকল্পনা এবং তা বাস্তবায়নের জন্যই আগামী সপ্তাহে দেশে ফিরতে হবে।’

শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. চৌধুরী সারওয়ার হাসান, নিউইয়র্ক স্পোর্ট কাউন্সিলের সাবেক সভাপতি আবদুর রহিম বাদশা, বিশ্ব বাংলা চ্যানেলের চেয়ারম্যান আকাশ খান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, এনওয়াই ইনস্যুরেন্সের সিইও শাহ নেওয়াজ, আবদুর রশিদ বাবু, শিল্পী সেলিম ইব্রাহিম ও লায়ন আহসান হাবিব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক শামীম আল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা আশা প্রকাশ করেন, আগামী বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। জবাবে সাকিব বলেন, ‘দলের প্রত্যেকেই সবটুকু উজাড় করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবে।’