খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সাড়া দিচ্ছেন

‘খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আগের চেয়ে সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন এই শিল্পী।

তাই পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন কলকাতার বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা। সৌমিত্র এ হাসপাতালে গত ৬ অক্টোবর থেকে ভর্তি আছেন।
চিকিৎসকরা আরেকটি সুখবর দিয়েছেন। জানান, তৃতীয় ডায়ালাইসিস আপাতত লাগছে না।

এদিকে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সৌমিত্রের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। গত দুই দিনে চোখ খোলার চেষ্টাও করেছেন এ অভিনেতা। বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন তার চিকিৎসকরা।
অন্যদিকে সৌমিত্রের রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটের পরিমাণ কমেছে। যার কারণে তাকে কয়েক দফা রক্তও দেওয়া হয়েছে।

অভিনেতার রক্তের চাহিদার কথা মাথায় রেখে রক্তদানের আহ্বান জানিয়েছে রাজ্যের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। এর সভাপতি হলেন সৌমিত্র নিজে। আহ্বানে সে কথাটিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এদিকে, শুক্র ও শনিবার সৌমিত্রের কিডনি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও তার শরীরে কোভিড এনকেফ্যালোপ্যাথিজনিত সমস্যা নিয়ে চিকিৎসকরা চিন্তায় আছেন। পাশাপাশি তাকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তাই এই কিংবদন্তি এখনও সংকটমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।,