বাইডেন জিতলে টুইটারের বিশেষ সুবিধা হারাবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন জিতলে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের বিশেষ সুবিধা হারাবেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নীতি ভঙ্গ করায় জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেলেই ট্রাম্পকে দিয়ে আসা ‘স্পেশাল ট্রিটমেন্ট’ বাতিল করা হবে। টুইটারের ‘ওয়ার্ল্ড লিডার’ ক্যাটাগরির আওতায় পড়ায় এতদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।

সূত্র : বিবিসি

তবে টুইটার বলছে, এই বিশেষ সুবিধা কেবল নির্বাচিত কর্মকর্তা কিংবা প্রতিদ্বন্দ্বিতায় থাকা ব্যক্তিরাই পেয়ে থাকেন। ফলে ট্রাম্প যদি নির্বাচনে হেরে যান আর আবারও সাধারণ নাগরিকে পরিণত হন তাহলে অন্য ব্যবহারকারীদের মতোই সেবা পাবেন তিনি। কোনও বিশেষ সুবিধা নয়। ফলে টুইটারের নীতি ভঙ্গ করলে অ্যাকাউন্ট সাময়িক বাতিল থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে। উল্লেখ্য, টুইটারে অন্যতম জনপ্রিয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। মাইক্রো ব্লগিং সাইটটিতে তাকে অনুসরণ করে প্রায় আট কোটি ৮০ লাখ মানুষ।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলের গাণিতিক হিসাবে এখনও ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকলেও প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছেন তিনি।