আমাকে হারাতেই ভ্যাকসিনের খবর দেরিতে দেওয়া হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, নির্বাচনে তার বিজয় ঠেকাতে ইচ্ছে করেই ভ্যাকসিনের কার্যকারিতার খবর দেরি করে দিয়েছে এফডিএ ও ফাইজার। তার দাবি, নির্বাচনের আগে এ ঘোষণা দেওয়া হলে বেশি ভোট পেতেন। সোমবার (৯ নভেম্বর) ফাইজারের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দেওয়ার পর এক টুইট বার্তায় এসব অভিযোগ করেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র : বিবিসি

ফাইজারের ভ্যাকসিনটিতে অর্থায়ন করেছিল ট্রাম্প প্রশাসনও। শিগগিরই ভ্যাকসিন আসছে বলে নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তিনি আরও বলেছিলেন, ভ্যাকসিন দ্রুত নিয়ে আসতে বড় বড় আমলাতান্ত্রিক বাধা দূর করার কাজ করছেন। তবে ট্রাম্পের সে আশা পূরণ হয়নি। ফাইজারের ভ্যাকসিনের সাফল্যের খবরটি নির্বাচনের পাঁচদিন পর আসায় ক্ষোভ ঝেড়েছেন তিনি।

টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি অনেক আগেই বলেছিলাম, ফাইজার ও অন্যরা ভ্যাকসিনের ব্যাপারে নির্বাচনের পর ঘোষণা দেবে। কারণ, এই ঘোষণা দেওয়ার সাহস তাদের নেই। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত না হয়ে বরং জীবন বাঁচাতে আগেই এফডিএর এ ঘোষণা দেওয়া উচিত ছিল।’

ট্রাম্প আরও দাবি করেছেন, ‘জো বাইডেন যদি প্রেসিডেন্ট হতেন তবে আরও চার বছরেও ভ্যাকসিন পাওয়া যেতো না। এফডিএ-ও এতো তাড়াতাড়ি অনুমোদন দিতো না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে লাখ লাখ মানুষের প্রাণ ঝরে যেতো।’