মোহামেড সালাহ করোনায় আক্রান্ত

জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে বরং বিপদেই পড়ে গেলেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেড সালাহ। করোনা পজিটিভ হয়েছেন মিশরীয় এই ফরোয়ার্ড। শুক্রবার তার সংক্রমণের খবর নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন।

করোনায় আক্রান্ত হলেও সালাহর মাঝে কোনও উপসর্গ নেই। মিশরীয় ফুটবল সংস্থাটি জানিয়েছে, ‘জাতীয় দলের নমুনা নেওয়ার পরই জানা গেছে, আমাদের সালাহ করোনা পজিটিভ। তবে তার মাঝে কোনও উপসর্গ নেই। বাকি সদস্যদের ফলাফল অবশ্য করোনা নেগেটিভ এসেছে।’

২১ নভেম্বর প্রিমিয়ার লিগে লিভারপুল খেলবে লিস্টারের বিপক্ষে। তার পরেই চ্যাম্পিয়নস লিগে ২৫ নভেম্বর আতালান্তার মুখোমুখি হবে রেডরা। ফলে তার না থাকার খবর ধাক্কা হয়ে এসেছে লিভারপুল শিবিরে।

প্রিমিয়ার লিগে এই মৌসুমে লিভারপুলের সবগুলো (৮টি) ম্যাচেই ছিলেন সালাহ। গোলও করেছেন ৮টি।