দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে

পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে ঢাকা ও খুলনা বিভাগের কোথাও কোথাও কুয়াশা পড়েছে, বৃষ্টিও হচ্ছে। আগামীকাল শনিবারও এই আবহাওয়া থাকতে পারে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এই সময়ে এই ধরনের হালকা বৃষ্টি হয়ই। আজকের পূর্বাভাসে ঢাকা ও খুলনায় বৃষ্টির কথা বলা হয়েছে। আগামীকালও এই পরিস্থিতি থাকতে পারে। তবে পরশু থেকে পরিস্থিতির উন্নতি হবে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে এই কুয়াশা আর বৃষ্টি হচ্ছে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুতুবদিয়ায় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।