জানুয়ারিতেই রিয়াল ছাড়তে প্রস্তুত ইসকো

এই শীতেই রিয়াল মাদ্রিদ ছাড়ার পরিকল্পনা করে রেখেছেন ইসকো। ২০১৩ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার পর প্রথমবার এমন আগ্রহ প্রকাশ করলেন এই প্লেমেকার।

স্প্যানিশ এই মিডফিল্ডার ক্লাব ছাড়ার সুবিধা-অসুবিধা নিয়ে মাসখানেক যাবত আলোচনা করেছেন। এমনকি তিনি রিয়াল কোচ জিনেদিন জিদানের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। তবে ইসকোকে ধরে রাখার ব্যাপারে ফরাসি তারকা কোনো চেষ্টাই করেনি।

জিদান মনে করেন, ক্লাবে সাইড বেঞ্চে বসে থাকার চেয়ে নিয়মিত ম্যাচ খেলতে চান ইসকো।

গত কয়েক মৌসুম ধরেই রিয়ালের মাঠের চেয়ে সাইড বেঞ্চেই বেশি সময় পার করছেন তিনি। এই মৌসুমেই দলের ৬৩০ মিনিটের মধ্যে তিনি খেলতে পেরেছেন ২৬০ মিনিট।

চলমান মৌসুমের শুরু থেকেই অবশ্য চোটে ভুগছিলেন ইসকো। চোট থেকে ফেরার পর খেলার সুযোগ পেয়েছেন মাত্র চারটি ম্যাচ। একটি ম্যাচেও পুরো খেলার সুযোগ পাননি তিনি। এর মধ্যে কেবল দুটি ম্যাচে ছিলেন প্রথম একাদশে।

এদিকে ২০২২ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে ইসকোর। তাকে পেতে হলে আগ্রহী ক্লাববে ৩ কোটি ইউরো দিয়েই দলে নিতে হবে।