অনুশীলনের আগেই জাতীয় হকি দলে করোনা

আগামী ১১ থেকে ১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই লক্ষ্যেই মঙ্গলবার বিকাল থেকে জাতীয় হকি দলের মাঠের অনুশীলন শুরু হতে যাচ্ছে। অনুশীলনের আগে করোনা আক্রান্তের খবর মিলেছে জাতীয় দলের। তবে সেই সংখ্যা বেশি নয়। প্রথমবারের মতো দলে ডাক পাওয়া তরুণ স্ট্রাইকার দেবাশীষ কুমার রায় করোনা পজিটিভ হয়েছেন। আপাতত তাকে আইসোলেশনে রাখা হচ্ছে।

সোমবার ৩১ জন খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। সেই পরীক্ষার ফল এসেছে মঙ্গলবার দুপুরে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন ‘আমাদের একজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন। তাকে আমরা বিমান বাহিনীর তত্ত্বাবধানে আইসোলেশনে রাখতে যাচ্ছি। বাকি সবাই নেগেটিভ হওয়ায় তাদের নিয়ে বিকাল থেকে শুরু হবে অনুশীলন।’